শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

হামলার ঘটনার পর প্রথমবার প্রকাশ্যে সাইফ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৩

গত ১৬ জানুয়ারি মুম্বাইয়ে নিজের বাড়িতেই হামলার শিকার হন বলিউড তারকা সাইফ আলী খান। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। অস্ত্রোপচার শেষে অভিনেতা বাড়িতে ফিরেছেন, তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। হামলার ঘটনা নিয়ে তদন্ত চলমান। এর মধ্যেই আজ এক অনুষ্ঠানে হাজির হলেন সাইফ। হামলার শিকার হওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে হাজির হলেন বলিউড তারকা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে নেটফ্লিক্স আয়োজিত ‘নেক্সট অন নেটফ্লিক্স’ আয়োজন করা হয়েছিল। চলতি বছর নেটফ্লিক্সে কোন কোন সিরিজ ও ছবি আসতে চলেছে, তার আনুষ্ঠানিক ঘোষণা করতেই এ আয়োজন। এই আয়োজনে ঘোষণা করা হয় যে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘দ্য জুয়েল থিফ’ চলতি বছরই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে।

এই ছবিতে সাইফ আলী খান ও জয়দীপ অহলাওয়াতকে একসঙ্গে দেখা যাবে। ‘দ্য জুয়েল থিফ’-এর মাধ্যমে ওটিটিতে অভিষেক হতে চলেছে ‘পাঠান’, ‘ওয়ার’ নির্মাতা সিদ্ধার্থ আনন্দের। এদিন সাইফ আলী খান আর জয়দীপ অহলাওয়াত একসঙ্গে মঞ্চে এসেছিলেন।
এ সময় সাইফ বলেন, ‘আপনাদের সবার সামনে আসতে পেরে খুব ভালো লাগছে। এখানে এসেছি এটা দারুণ ব্যাপার। এই সিনেমা নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। সিদ্ধার্থ ও আমি অনেক দিন ধরেই সিনেমাটি নিয়ে কাজ করছি। আমি সব সময়ই চুরি নিয়ে সিনেমায় অভিনয় করতে চেয়েছি, এ ছবিতে তাঁর মতো (জয়দীপ আহালওয়াত) ভালো সহকর্মী আর কে হতে পারতেন।’Photos Of Saif Ali Khan's Neck Scar Go Viral After His First Public  Appearance; Reddit Convinced It Wasn't PR - Entertainment
আজকের অনুষ্ঠানে ‘দ্য জুয়েল থিফ’ সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। তবে সিনেমাটির মুক্তির তারিখ জানানো হয়নি।
ইত্তেফাক/এএম

এ সম্পর্কিত আরও পড়ুন

 
unib