বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

মামুন উর রশিদই হলেন হকি দলের কোচ 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৭

জাতীয় হকি দলের কোচ নিয়োগের জন্য ১১ জন সাবেক খেলোয়াড়কে চিঠি দিয়ে সাক্ষাৎকার দিতে বলা হয়েছিল। অন্যতম প্রার্থী ছিলেন মামুন উর রশিদ। হকি অঙ্গনে অনেকের মুখে মুখে ছিল জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন তিনি। গতকাল বাংলাদেশ হকি ফেডারেশন মামুন উর রশিদের নামটাই ঘোষণা করেছে। 

যারা প্রার্থী হয়েছেন তারা অবাক হননি। সেই প্রার্থীদেরও কথা, এই নামের মানুষটাই যে কোচ হবেন, আর অন্যরা সাক্ষাৎকার দিয়ে সময়টা নষ্ট করবেন সেটা আগেই আমাদের মধ্যে আলোচনা ছিল। আবার কারো কথা হচ্ছে কোচ নির্ধারণ করা ছিল বলেই কয়েকজন ডাক পাওয়ার পরও সাক্ষাৎকার দিতে আসেননি। 

মামুন উর রশিদ আগেও জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন, ২০১৫ সালে। ওয়ার্ল্ড হকির রাউন্ড-২ তে ৪টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এবার মামুন উর রশিদের দায়িত্ব পড়েছে এএইচএফ কাপের খেলা সামনে রেখে। আগামী ১৭-২৭ এপ্রিল ইন্দোনেশিয়ায় বাছাই হকি হবে বলে জানিয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাধারণ রেজাউল হাসান। মামুন উর রশিদের সহকারী হয়ে কাজ করতে নিয়োগ পেতে যাচ্ছেন মশিউর রহমান বিপ্লব এবং ট্রেনার হিসাবে থাকছেন আলমগীর ইসলামকে। 

আগামী ২০ ফেব্রুয়ারি ৫৭ জন খেলোয়াড়ের কুপার টেস্ট নেওয়া হবে। দেশের অর্ধ শতাধিক খেলোয়াড়কে টেস্টের জন্য ডাকা হলেও ডাকা হয়নি দেশের ১ নম্বর খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে। কুপার টেস্ট পারফরম্যান্স যাচাইয়ের জন্য নয়, কুপার টেস্টে টিকলে অনুশীলনে আসার সুযোগ পাবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য এই নূন্যতম সুযোগটি দেওয়া হলো না জিমিকে।

ইত্তেফাক/জেডএইচ
 
unib