বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

শততম টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন করুনারত্নে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩১

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুনারত্নে। গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি তার শততম টেস্ট। সেই টেস্ট খেলেই অবসর নেবেন এই লঙ্কান ওপেনার। 

২০১১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দিমুথ করুণারত্নের। ম্যানচেস্টারে সেই ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ছিল স্বাগতিক ইংল্যান্ড। ২০১২ সালে প্রথমবার শ্রীলঙ্কার হয়ে টেস্ট খেলতে নামেন তিনি। গলের সেই টেস্টে শ্রীলঙ্কা লড়াইয়ে নামে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই গলেই দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানতে যাচ্ছেন করুনারত্নে। 

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে করুনারত্নে বলেন, ‘পরের টেস্টই যে আমার শেষ টেস্ট সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পরই শ্রীলঙ্কা ক্রিকেটকে জানিয়েছি। খেলা ছাড়ার এটাই সেরা সময়, যেহেতু পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৩-৪ জন তরুণ খেলোয়াড় আসতে পারে। এ ছাড়া এই গলেই আমার অভিষেক হয়েছিল, এখানে শেষ করা দারুণই হবে।’

এখনও পর্যন্ত ৯৯টি টেস্ট খেলে ৩৯.৪০ গড়ে ৭১৭২ রান করেছেন করুনারত্নে। টেস্টে ১৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৪৪ রানের। যা বাংলাদেশির বিপক্ষে করেছিলেন।

ইত্তেফাক/জেডএইচ
 
unib