বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

অভ্যুত্থানে আহতদের সেবায় আসা বিদেশি চিকিৎসকদের কর অব্যাহতি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা করতে আসা বিদেশি চিকিৎসকদের ফি, হোটেল ভাড়া, আপ্যায়ন ব্যয়ে ভ্যাট অব্যাহতি দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

গেজেটে বলা হয়েছে, ‘জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য বিদেশী চিকিৎসকগণের অনুকূলে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় ফি, বাংলাদেশে অবস্থানকালীন হোটেলে থাকা, খাবার ব্যয় ও বিমান ভাড়া বাবদ অর্থ পরিশোধের ক্ষেত্রে ইহাদের ওপর আরোপনীয় কর এতদ্দ্বারা অব্যাহতি প্রদান করিল।’

এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়।

ইত্তেফাক/কেএইচ
 
unib