বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ছোটন নয়, পলস্মলিকে গুরুত্ব দিলেন ফুটবলাররা 

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১০

ব্রিটিশ কোচ পিটার বাটলারকে সরিয়ে দেওয়ার অভিযোগে বিদ্রোহে থাকা নারী ফুটবলারদের নিয়ে গঠিত বাফুফের বিশেষ কমিটি প্রথম ধাপের কাজ শেষ করেছে।বিদ্রোহে থাকা ১৮ ফুটবলারের মধ্যে প্রথম দফায় সাত জনের সঙ্গে কথা বলেছিলেন।

সোমবার দ্বিতীয় দিনে অবশিষ্ট ১১ জনের সঙ্গে কথা বলেন কমিটির কর্মকর্তারা। সেখানে নারী ফুটবলাররা দাবি করেন ব্রিটিশ কোচ ইংলিশ লিগে খেলা ফুটবলার পিটার বাটলারের কাছে শেখার কিছুই নাই। ছোটনের কাছেও তারা শেখেননি। তারা যা কিছু শিখেছেন টেকনিক্যাল ডাইরেক্টর পলস্মলির কাছেই শিখেছেন। অস্ট্রেলিয়ান পলম্মলি খেলোয়াড়দের এতটা উন্নতি করার পেছনে কাজ করেছেন। পলম্মলির দক্ষতা নিয়ে প্রশংসা করেছেন ফুটবলাররা।

ফুটবলাররা কোচ পিটার বাটলারের কাছে অনুশীলন করতে চান না। সে বিষয়টি লিখিত আকারে বাফুফের সভাপতি তাবিথ আউয়ালকে জানিয়েছেন ৩০ জানুয়ারি। সভাপতিকে বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করার সময় দেননি নারী ফুটবলাররা। চিঠি দেওয়ার এক দিন পরই খেলোয়াড়রা সংবাদ সম্মেলন করেন। সভাপতিকে সময় না দিয়ে কেন সংবাদ সম্মেলন করেছেন-বিশেষ কমিটির কর্মকর্তাদের এমন প্রশ্নের জবাবে সোমবার ১১ ফুটবলার বাফুফের অনুমতি নিয়েই সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন।

দুই দিনে ১৮ ফুটবলারের সঙ্গে কথা বলে গতকাল ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে কথা বলেন ইমরুল হাসানের নেতৃত্বে গঠিত সাত সদস্যের বিশেষ কমিটি। 
ফুটবলাররা কোচের অপসারণের দাবিতে অটল রয়েছেন। তারা কোচের ভুল-ভ্রান্তি নিয়ে আপত্তি জানিয়েছেন। তাদের সঙ্গে কোচ ভালো আচরণ করেন না।

সিনিয়রদের সঙ্গে বৈষম্য করেন, অন্যায় করেন, বডি শেমিং করেন, কফি খেতে গেলে ব্যক্তি বিষয় নিয়ে কথা বলেন, খেলার চেয়ে টিকটক নিয়ে ব্যস্ত থাকি আমরা, পিটার বাটলার সাফে দলকে ডোবাচ্ছিলেন, ভারতের বিপক্ষে আমরা একাদশ গড়ে ম্যাচ জিতিয়েছি। নানা অভিযোগ তোলা হয়। কোচের সঙ্গে খেলোয়াড়দের দূরত্ব জেনেও কেন বাফুফে এই কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করল।

নারী ফুটবলারদের দাবি অন্য যে কোনো কোচের সঙ্গে অনুশীলন করবেন কিন্তু পিটার বাটলারের সঙ্গে করবেন না বলে ক্যাম্পে অলস সময় কাটাচ্ছেন ১৮ ফুটবলার। আজ বাফুফের সভাপতি তাবিথ আউয়াল ঢাকায় ফিরলে তিনি কী উদ্যোগ নেন-সেটির অপেক্ষায় সবাই। তবে বিশেষ কমিটির রিপোর্ট আগামীকাল জমা দেওয়ার কথা রয়েছে।

ইত্তেফাক/এএম
 
unib