সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকিরপুত্র সাফায়েত গ্রেপ্তার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৪

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকিরপুত্র সাফায়েত বিন জাকির (৩০) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকায় একটি বাসা থেকে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকিরপুত্র সাফায়েত বিন জাকিরকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি এবং কুড়িগ্রাম জেলার রৌমারিতে তার বিরুদ্ধে আরও দুটি মামলা আছে।

ইত্তেফাক/কেএইচ