শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে মামলা, তদন্তের নির্দেশ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৭

রাজধানীর মোহাম্মদপুরে একটি বিড়ালকে একের পর এক ‘এলোপাতাড়ি লাথি’ এবং পা দিয়ে মাড়িয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইসতিয়াকের আদালতে পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী এ মামলার আবেদন করেন। 

বিড়ালটির মালিক মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার বাসিন্দা মনসুর। মামলার আসামি ও ওই ভবনের বাসিন্দা।

শুনানি শেষে আদালত অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।

ইত্তেফাক/জেডএইচডি
 
unib