শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

এবার ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে যাচ্ছেন জর্ডানের বাদশাহ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০০

গাজা দখল নিয়ে ট্রাম্পের হুমকির পর এবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ। জানা গেছে, আগামি ১১ ফেব্রুয়ারি তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন।

গত মাসে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠনের জন্য সেখানকার বাসিন্দাদের সাময়িকভাবে মিসর ও জর্ডানে আশ্রয় দেওয়ার জন্য। ট্রাম্পের ওই প্রস্তাব প্রত্যাখান করে ফিলিস্তিনসহ আরব লীগ।

এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে গেলে ওই বির্তককে আরও উস্কে দিয়ে ট্রাম্প বলেন, গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে এনে উপত্যাকাটিকে 'রিভেরা অফ মিডিল ইস্ট' করার কথা।

ধারণা করা হচ্ছে, ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পেছনে এসব বির্তকিত মন্তব্যে নিয়ে আলোচনা হবে জর্ডানের বাদশার।

দীর্ঘদিনের দখলদারিত্ব এবং সবশেষ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি তাণ্ডবের জবাবে ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলন হামাস ইসরায়েলে অর্তকিত হামলা চালায়। এরপর গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে ৪৭ হাজারের বেশি মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংস করে দেওয়া হয় পুরো শহর।

এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য নতুন করে দুঃশ্চিন্তা ছড়িয়েছে মুসলিম বিশ্বে। এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদেও ফিলিস্তিন নিয়ে বির্তকিত সিদ্ধান্ত নিয়েছিলেন। সে বার ট্রাম্প ইসরায়েল-ফিলিস্তিন সমস্যা সমাধানে 'ডিল অব দ্যা সেঞ্চুরি' নামে এক চুক্তির কথা বলেছিলেন। তবে তার সে প্রস্তাব কার্যকর না হলেও জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন।

ইত্তেফাক/এসকে
 
unib