শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ল্যাভরভের উপসম্পাদকীয়

ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি হিটলারের ‘ডয়চেল্যান্ড উবার অ্যালস’র প্রতিধ্বনি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩২

হিটলারের হাত ধরে নাৎসিরা অন্যদের ওপর জাতীয় শ্রেষ্ঠত্ব জাহির করতে 'সবার উপরে জার্মানি' স্লোগান ব্যবহার করেছিল, সেটার সঙ্গে যুক্তরাষ্ট্রের 'আমেরিকা ফার্স্ট' নীতির মিল রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমনটাই বলেছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত 'রাশিয়া ইন গ্লোবাল অ্যাফেয়ার্স' ম্যাগাজিনের উপসম্পাদকীয়তে ল্যাভরভ যুক্তি দেখিয়েছেন, ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি জাতিসংঘ সনদ এবং সার্বভৌম সমতার ভিত্তিতে নির্মিত যুদ্ধোত্তর বিশ্ব ব্যবস্থাকে ক্ষুণ্ণ করে।

ল্যাভরভ দাবি করেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় ফিরে আসার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক প্রক্রিয়া সম্পর্কে ওয়াশিংটনের কর্মকাণ্ড নতুন মাত্রা পেয়েছে। ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট'র সঙ্গে হিটলারের স্লোগানের 'ডয়চেল্যান্ড উবার অ্যালস'র (সবার উপরে জার্মানি) আশঙ্কাজনকভাবে মিল রয়েছে।

তিনি বলেন, এ ধরনের কথাবার্তা ও আদর্শিক কাঠামো জাতিসংঘ সনদের অধীনে ওয়াশিংটনের আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার প্রতি 'সামান্যতম সম্মান' দেখায় না।

অভিষেকের পরপরই ২০ জানুয়ারি ট্রাম্প তার 'আমেরিকা ফার্স্ট' নীতিকে 'জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ উপাদান' হিসেবে বর্ণনা করে একটি নথি জারি করেন। নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, তিনি মার্কিন অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে প্রথম মেয়াদে প্রবর্তিত বাণিজ্য নীতিগুলো চাপিয়ে দেবেন।

ল্যাভরভ আশা করেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত আধিপত্যবাদের পরিবর্তে বেশ কয়েকটি বৈশ্বিক শক্তির একটি হিসাবে ভূমিকা গ্রহণ করবে।

'নিজের স্বার্থে বিশ্বকে পুনর্বিন্যাসের নির্লজ্জ চেষ্টা' নিয়ে ট্রাম্পকে সম্পর্কে সতর্ক করে দিয়েছেন রুশ মন্ত্রী। তিনি বলেন, রাশিয়া স্বার্থের ভারসাম্য বজায় রাখতে এবং আন্তর্জাতিক সম্পর্কের আইনি নীতিগুলোকে শক্তিশালী করার জন্য সৎ, যৌথ কাজের জন্য প্রস্তুত।

ইত্তেফাক/এসকে
 
unib