শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২২

‘মারো টান হেইয়ো’, ‘জিতেই যাব হেইয়ো’, ‘ইনশাল্লাহ হেইয়ো’-  মাঝি-মাল্লাদের এই সুরেলা রব, আর হাজারো দর্শকের আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে খুলনায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) শিল্প ও বন্দর নগরী খুলনায় তারুণ্যের উৎসব উপলক্ষে রূপসা নদীতে খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় নগরীর ১ নম্বর কাস্টম ঘাট থেকে রূপসা ব্রিজ পর্যন্ত আনন্দমুখর পরিবেশে এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নৌকাবাইচ খেলায় প্রথম হয় সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার সুন্দরবন টাইগার্স নামধারী নৌকাবাইচ দল। এছাড়াও খেলায় দ্বিতীয় ও তৃতীয় স্থান করে জয় পায় জয় মা কালী এবং মোবাইল নামের নৌকাবাইচের দল। এ খেলায় প্রথম স্থান অধিকার করে সুন্দরবন টাইগার্স উপহার পায় ৭৫ হাজার টাকা। দ্বিতীয় এবং তৃতীয় স্থান উপহার হিসেবে ৫০ হাজার টাকা ও ৩০ হাজার টাকা পেয়েছে। 

নৌকাবাইচ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। তিনি সবার উদ্দেশ্যে বলেন, নৌকাবাইচ গ্রাম বাংলার একটি  ঐতিহ্য। এরই ধারাবাহিকতায় উৎসবমুখর পরিবেশে খুলনাবাসীকে নির্মল বিনোদন দেওয়ার উদ্দেশ্যে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

তিনি আরও জানান, এটি হচ্ছে তারুণ্যের উৎসবের অংশ। তারুণ্যের বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ার লক্ষ্যে উৎসাহিত করতে এই তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশকে সাজাতে হবে বলে বলেন তিনি। 

এই প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে নৌকাবাইচ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আক্তার জাহান, খুলনা রেঞ্জ ডিআইজি মো.রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার ও খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

ইত্তেফাক/এনএন/এমআর
 
unib