গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কবরস্থান থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহের কঙ্কালসহ ৩টি লাশের কঙ্কাল চুরির ঘটনায় দুইজনকে আটক করছে কোটালীপাড়া থানা পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ার) দুপুরের দিকে উপজেলার সিকির বাজার ও গচাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার গচাপাড়া গ্রামের হোসেন আলী শিকদারের ছেলে নজরুল সিকদার (২৬) ও পূর্বপাড়া গ্রামের সুভাষ বাগচীর ছেলে অনুপ বাগচী(২৫)।
গত মঙ্গলবার রাতে উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামে অবস্থিত কবরস্থান থেকে ৩টি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
লাশের কঙ্কাল চুরির ঘটনা জানাজানি হলে সকাল থেকে কবরস্থানে দাফনকৃত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী কবরস্থানে ছুটে আসে।
আমতলী ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়া জানান, কবরস্থানের লাশের কঙ্কাল চুরির কথা শুনে কবরস্থানে এসে দেখি ৬টি কবর খোড়া রয়েছে। এর মধ্যে থেকে স্থানীয় সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী, চিত্রাপাড়া গ্রামের বায়েজিদ হোসেন ও চাঁদ মিয়ার লাশের কঙ্কাল পাওয়া যায়নি।
অন্য ৩টি কবরের কঙ্কালের কিছু হাড় নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কান্নাজড়িত কন্ঠে সাবেক ইউপি সদস্য লিয়াকত আলীর মেয়ে সালমা খানম বলেন, আমার পিতা ১০ মাস আগে বাধ্যক্যজনিত কারণে মারা যায়। মারা যাওয়ার পরে আমরা চিত্রাপাড়া কবরস্থানে তাকে দাফন করি । সে একজন ইউপি সদস্য ছিল। জীবনে তিনি কারো ক্ষতি করেনি। সকালে খবর পাই কবরস্থান থেকে আমার পিতার লাশের কঙ্কাল চুরি হয়েছে। তাৎক্ষনিক কবরস্থানে ছুটে এসে আমরা দেখতে পাই বাবার কবর খোঁড়া। কবরের পাশেই কাফনের কাপড়, শরীরের চামড়া ও চুল দাঁড়ি পড়ে আছে। কঙ্কালের হাড়গুলো চোরেরা নিয়ে গেছে।
চিত্রাপাড়া কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম আবুল মুনসুর মুন্সী(মুনজু) বলেন, এ ঘটনা খুবই দুঃখজনক। এর আগে এই কবরস্থানে এ ধরণের কোন ঘটনা ঘটেনি। এ ঘটনায় আমরা কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করেছি।
কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।