ব্যাপক ক্ষয়ক্ষতির পর রাশিয়ার কুরস্ক যুদ্ধক্ষেত্র থেকে নিজেদের সেনা সরিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার বরাতে সংবাদমাধ্যম ইয়নহাপ দাবি করেছেন। খবর আল-জাজিরার।
ধারণা করা হচ্ছে, রুশ সেনাদের সহায়তায় পিয়ংইয়ং ১০ হাজার সেনা পাঠিয়েছে রাশিয়ায়। সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয়ও সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অন্তত ৩ শতাধিক উত্তর কোরিয়ার সেনা নিহত ও ২ হাজার ৭০০ সেনা আহত কিংবা বন্দি হয়েছে।
দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এএফপিকে জানায়, মধ্যে জানুয়ারি থেকেই উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার কুরুস্ক যুদ্ধক্ষেত্র থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। বিস্তারিত না জানালেও সংস্থাটি মনে করছে, কিম জং উনের সেনাদের ব্যাপক হতাহতের ফলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে এক ইউক্রেনীয়ও সামরিক বিশেষজ্ঞ জানান, ব্যাপক ক্ষয়ক্ষতির পর উত্তর কোরিয়ার সেনারা ফ্রন্টলাইন থেকে পালিয়ে যায়। ইউক্রেন দাবি করে, তারা কুরস্কে অসংখ্য উত্তর কোরিয়ার সেনা হতাহত ও বন্দি করেছে।
গত আগস্টে ইউক্রেন রাশিয়ার কুরস্কে আকস্মিক অভিযান চালায়। এতে অঞ্চলটির বেশকিছু এলাকা দখলে নেয় জেলেনেস্কির সেনারা। এরপর নিজেদের ভূখণ্ড থেকে ইউক্রেনের সেনাদের সরাতে লড়াই করছে রুশ সেনারা। তাদের সহায়তায় উত্তর কোরিয়ার সেনারা যোগ দেয় এ যুদ্ধে।
এর আগে দক্ষিণ কোরিয়া জানায়, ক্ষয়ক্ষতি সত্ত্বেও উত্তর কোরিয়া নতুন করে সেনা পাঠানোর চিন্তা করছে। এমন সময় যুদ্ধক্ষেত্র থেকে এ খবর এলো।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। প্রায় তিন বছর ধরে চলা এ সংঘাতে উভয়পক্ষের বহু সেনা নিহত হয়েছে।