সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় রাশিয়া ও ইউক্রেন ১৫০ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
রুশ সামরিক কর্মকর্তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার মাধ্যমে ৫ ফেব্রুয়ারি কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ১৫০ জন রুশ সেনাকে ফিরিয়ে আনা হয়েছে।
মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তি পাওয়া রুশ সেনাদের বেলারুশে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে। অদূর ভবিষ্যতে রাশিয়ায় পৌঁছানোর পর এসব সেনা পুনরায় কাজে যোগ দেবে।
ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কিও বন্দি বিনিময়ের প্রশংসা করেছেন। তিনি টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্টে সহায়তার জন্য আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এর আগে জানুয়ারির মাঝামাঝি সময়ে দুই পক্ষ ২৫ জন করে বন্দিকে মুক্তি দিয়েছিল। নতুন বছরের আগে আরও ১৫০ জন রাশিয়ান এবং সমপরিমাণ ইউক্রেনীয় বন্দি তাদের নিজ নিজ দেশে ফিরে এসেছিল।