রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারটি আবাসিক হলের নামফলকে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ক্যাম্পাসের শহীদ জোহা চত্বরে মিলিত হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে চারটি হলে গিয়ে নামফলক ভাঙচুর করেন।
এসময় শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলকে ‘বিজয় ২৪’, শেখ ফজিলাতুন নেছা হলকে ‘ফয়েজুন নেসা চৌধুরানী’, শহীদ এএইচএম কামারুজ্জামান হলকে ‘শহীদ আলী রায়হান’ এবং ‘শেখ হাসিনা হলকে ‘ফাতিমা আল-ফাহরিয়া’ হল নাম দিয়ে নতুন ব্যানার লাগিয়ে দেন শিক্ষার্থীরা।
এদিকে রাত সাড়ে ১০টা নাগাদ শেখ ফজিলাতুন নেছা হলের নামফলক পরিবর্তন করার কিছুক্ষণের মধ্যেই ওই হলের ছাত্রীরা নতুন নামকরণের ব্যানার টেনে নামিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে হল প্রাঙ্গণে উত্তেজনার সৃষ্টি হয়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভে এসে ভাষণ দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমার ভাইদের রক্তের দাগ না শুকাতেই খুনি হাসিনা প্রকাশ্যে আসার সাহস দেখায় কীভাবে? আমরা ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া পদচিহ্ন ও রাবি থেকে তাদের শিকড় মুছে ফেলতে আজকের আন্দোলন করেছি।
তবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি এসময় ক্যাম্পাসের কোথাও পুলিশ ও সেনা সদস্যসহ কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে ক্যাম্পাসে দেখা মেলেনি।