পছন্দের পোষা প্রাণীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'পেট কার্নিভাল উইথ লাইভ মিউজিক'। এতে অংশ নিচ্ছে এ সময়ের আলোচিত ব্যান্ড শিরোনামহীন এবং নন্দিত কণ্ঠশিল্পী, মডেল ও অভিনেতা তাহসান খান। সঙ্গে আরও থাকছে উদীয়মান ব্যান্ড- ব্যান্ডউইথ।
স্যাভি কমিউনিকেশনস, হেভি মেটাল টিশার্ট, আরয়েস ও আর এন ব্র্যান্ডের যৌথ উদ্যাগে আসছে ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার রাজধানীর মিরপুরের ন্যাশনাল গভর্নমেন্ট প্রাইমারী স্কুলের খেলার মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, পোষা প্রাণীর নিরাপদ আশ্রয়ের জন্য দত্তক, দায়িত্বশীল মালিকানা এবং অসহায় পশুদের উদ্ধারে তৎপরতায় তহবিল সংগ্রহ এবং এ কার্যক্রমের প্রচার ও সমর্থন আদায়ের উদ্দেশ্যে তাদের এই আয়োজন।
এছাড়াও দিনভর পোষা প্রাণীদের ফ্রি ট্রিটমেন্ট ও কাউন্সিলিং নিয়েও কাজ করা হবে। দর্শক নির্দিষ্ট মূল্যের টিকিট সংগ্রহ করে এই কার্নিভালে অংশ নিতে পারবেন বলেও জানান আয়োজকরা।
এদিন দুপুর ২টায় দর্শকদের জন্য স্কুলের গেট খুলে দেওয়া হবে। সন্ধ্যায় কনসার্ট শুরু হয়ে শেষ হবে রাত ১০ টায়। একে একে মঞ্চে থাকবে ব্যান্ডউইথ, শিরোনামহীন ও কন্ঠশিল্পী তাহসান খান। টিকিট পাওয়া যাবে গেট সেট রকের ওয়েবসাইটে।
এরই মধ্যে এই আয়োজন সম্পর্কে নিজেদের জায়গা থেকে শুভেচ্ছা বার্তা দিয়েছে তারা। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে কণ্ঠশিল্পী তাহসান খান বলেন, পোষা প্রাণীর প্রতি যাদের নিখাঁদ ভালোবাসা রয়েছে এবং যারা গান ভালোবাসেন, এই কার্নিভাল শুধু তাদের জন্যই। আমি আমার ব্যান্ডের সদস্যদের নিয়ে এতে অংশ নেব। সুরের মূর্ছনায় এ আয়োজনে বর্ণাঢ্য করে তোলার চেষ্টা করব।
শিরোনামহীন ব্যান্ডের সদস্যদের কথায়, প্রাণিকুলের প্রতি ভালোবাসা জাগিয়ে এমন নজির খুব কমই চোখে পড়ে। তাই বিনোদনের মধ্য দিয়ে জনসচেতনতা গড়ে তোলার এই আয়োজন অন্যরকম এক উদাহরণ হয়ে থাকবে বলেই তাদের বিশ্বাস।
‘পেট কার্নিভাল উইথ লাইভ মিউজিক’ নিয়ে দারুণ উচ্ছসিত ব্যান্ডউইথ ব্যান্ডের সদস্যরাও।