বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

চ্যাম্পিয়নস ট্রফির আগে হঠাৎ অবসর স্টোনিয়াসের

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১২

আর মাত্র ১৩ দিন পর শুরু হবে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে ছিলেন অলরাউন্ডার মার্কাস স্টোনিয়াস। তবে হঠাৎ ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই অজি অলরাউন্ডার। আর তাই টুর্নামেন্টে দেখা যাবে না তাকে। 

নিজের অবসরের ঘোষণায় স্টোয়নিস বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলতে পারা ছিল এক অসাধারণ যাত্রা। আর ‘সবুজ ও সোনালি’র হয়ে খেলা প্রতিটি মুহূর্তের জন্য আমি গর্ব বোধ করি। সর্বোচ্চ পর্যায়ে আমি নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছি, এটা আমি সারাজীবন উদযাপন করবো।’

অবসরের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না জানিয়ে তিনি আরও বলেন, ‘সিদ্ধান্তটা সহজ ছিল না। তবে আমি বিশ্বাস করি এটাই আমার সরে যাওয়ার এবং নিজের ক্যারিয়ারের পরের অধ্যায়ে নজর দেওয়ার সেরা সময়। রন (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) এর সঙ্গে আমার দারুণ সম্পর্ক আর আমি তার সাপোর্টের জন্য ভীষণভাবে কৃতজ্ঞ।’

ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আরও বেশি সময় দিতেই অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ফরম্যাটকে বিদায় বলছেন এই তারকা। বর্তমানে সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার রয়েছে আলাদা কদর।
  

ইত্তেফাক/জেডএইচ
 
unib