টিভি নাটক এবং চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শিল্পী সরকার অপু। বর্তমানে তিনি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করে যাচ্ছেন। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারের গল্প এবং বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে অভিনেত্রী কথা বলেছেন ইত্তেফাকের সঙ্গে।
ক্যারিয়ার শুরুর গল্প সম্পর্কে জানতে চাই।
ছোটবেলা থেকে নাচ করতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে মঞ্চ ও থিয়েটারে কাজ করা শুরু করি। আতিকুল চৌধুরীর হাত ধরে ক্যামেরার সামনে যাত্রা শুরু করেছি। তারপর থেকে একের পর এক কাজের প্রস্তাব আসতে থাকে। আমিও নিয়মিত কাজ করতে থাকি।
নাটকে অভিনয় প্রসঙ্গে কী বলবেন?
টেলিভিশন নাটকেই আমি বেশি কাজ করেছি। আমার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘আম্মা’, সাজ্জাদ হোসেন দোদুলের ‘জমিদার বাড়ি’, হাবীব শাকিলের ‘সৎ মা’ এবং শামীম জামানের ‘প্রিয়জন’। ধারাবাহিক নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছি।
কোন চলচ্চিত্রগুলো আপনার অভিনয়কে সমৃদ্ধ করেছে?
হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেইসব দিন’, ‘নিয়ামুল মুক্তার’, ‘রক্ত জবা’ এবং সাইফুল ইসলাম মানুর ‘পায়ের ছাপ’ সিনেমার কথা মনে পড়ছে। এছাড়া মা দিবসে হাসিব রহমান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাতৃত্ব ও মা দিবস’-এ অভিনয় করে খুব ভালো লেগেছে।
বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?
বেশ কিছু নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছি। সিনেমার কাজও হাতে আছে। সম্প্রতি মো. রবিউল সিকদার পরিচালিত ‘বীরাঙ্গনার যুদ্ধ’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। খুব শিগগির মুক্তি পাবে সিনেমাটি।
‘বিলডাকিনি’ সিনেমার মুক্তির তারিখ বারবার পিছিয়ে যাওয়ার কারণ কী?
সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। সিনেমা মুক্তি পেলে তো ভালো লাগে। কিন্তু মুক্তির ব্যাপারে পরিচালক ও প্রযোজকের একটি পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী সিনেমা মুক্তি পায়। বর্তমানে দর্শক কম হবে বলে মুক্তি পিছিয়ে গেছে। তবে আসছে ঈদে মুক্তি পাবে বলে আশা করছি।