দেশের জনপ্রিয় প্রাচীন নাট্যদল ‘আরণ্যক’ প্রতিষ্ঠার ৫৩ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষ্যে মাসজুড়ে নানা আয়োজনের পরিকল্পনা করেছে দলটি। আয়োজনে মঞ্চে নাটকের প্রদর্শনী, পথনাটক, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী, সেমিনার ও যন্ত্রসংগীতের আসর রয়েছে।
১৯৭২ সালের ফেব্রুয়ারিতে নাট্যচর্চায় যাত্রা শুরু করে এ নাট্যদল। ‘তিমির হননে অগ্রসর হয়ে’ স্লোগান নিয়ে আয়োজিত মাসব্যাপী উৎসব শুরু হয়েছে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি এবং সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
প্রতিষ্ঠার ৫৩ বছর উপলক্ষ্যে দলটির প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ বলেন, ‘যুদ্ধের ঠিক পরপরই ৭২-এর ফেব্রুয়ারিতে আমরা কয়েকজন মিলে প্রতিষ্ঠা করি আরণ্যক। উৎসবে আমরা দলের বিশেষ নাটকগুলো মঞ্চায়ন করছি।’
কর্মসূচির এ পর্যায়ে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শিল্পকলায় রয়েছে ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শনী। ১৫ ফেব্রুয়ারি শিল্পকলার কফি হাউস চত্বরে হবে পথনাটক উৎসব। ১৭ ফেব্রুয়ারি পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৬টায় থাকছে যন্ত্রসংগীত। সন্ধ্যা ৭টায় ‘রাঢ়াঙ’ নাটকের প্রদর্শনী। ১৯ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৬টায় থাকবে যন্ত্রসংগীত। সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাটক ‘কম্পানি’। ২০ ফেব্রুয়ারি একই স্থানে সন্ধ্যা ৬টায় যন্ত্রসংগীতের পর থাকছে নাটক ‘ময়ূর সিংহাসন’। ২৮ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমিতে শেষ হবে আরণ্যকের উৎসব। এদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে মামুনুর রশীদের রচনা ও পরিচালনায় নাটক ‘কহে ফেসবুক’।