বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

পাকিস্তান থেকে প্রথমবারের মতো চিটাগুড় এলো মোংলা বন্দরে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৭

৫ হাজার ৫০০ মেট্রিকটন চিটাগুড় নিয়ে পাকিস্তান থেকে প্রথমবারের মতো মোংলা বন্দরে এসেছে এমভি ডলফিন-১৯ নামে একটি বাণিজ্যিক জাহাজ। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে পানামার পতাকাবাহী ১৪৫ মিটার দীর্ঘ এই জাহাজটি মোংলা বন্দরে পৌঁছে নোঙ্গর করে। 

এর আগে, গত ১৯ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে চিটাগুড় বোঝাই করে মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটি থেকে মোংলা বন্দরে ৫ হাজার ৫০০ মেট্রিকটন চিটাগুড় খালাস করা হবে। এর মধ্যে একটি অংশ মোংলা ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে পরিশোধন করা হবে। বাকি অংশ রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে সড়ক ও নৌপথে পরিবহন করা হবে। বাঘাবাড়ি থেকে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।

বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, পাকিস্তান থেকে বাংলাদেশে চিটাগুড় প্রথমবারের মতো আমদানির ঘটনা এটি। এই আমদানি বাংলাদেশের ফিড শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাখছেন তারা। চিটাগুড় পশুখাদ্য তৈরিতে ব্যবহৃত হয় এবং এটি প্রাণী খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই আমদানির মাধ্যমে বাংলাদেশের ফিড শিল্পের চাহিদা পূরণে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইত্তেফাক/এমআর/এমএএস
 
unib