বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৩

সাভারের আশুলিয়ায় প্রাইভেটকারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় হাবীব সিএনজি পাম্পে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সোহেল স্কয়ার হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আহতরা হলেন, রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর কাদেরাবাদ এলাকার প্রাইভেটকার চালক ইমরান হাসান সানি (৩৫), তার স্ত্রী মুক্তা আক্তার (৩২) ও তাদের সন্তান কাজী মিনহাজ (১১)।

সিএনজি পাম্প কর্তৃপক্ষ জানায়, বিকেল ৩টার দিকে একটি নীল রঙের প্রাইভেটকার ফিলিং স্টেশনে গ্যাস রিফিল করতে পাম্পে প্রবেশ করে। এ সময় গাড়ির চালকসহ সবাই নেমে পাশে দাঁড়িয়েছিলেন। এরপর গ্যাস রিফিল শুরু করতেই তাৎক্ষণিক সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। সেসময় প্রাইভেটকারের পাশে থাকা তিনজন আহত হয়।

আশুলিয়া থানা পুলিশের ওসি নূর আলম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত একটি প্রাইভেটকার গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আহতরা একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসকধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ইত্তেফাক/এসএএস
 
unib