রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

দেশের প্রেক্ষাগৃহে আসছে সরকারি অনুদানের দুই সিনেমা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮

নতুন বছরে একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। সেই ধারাবাহিকতায় আজ প্রদর্শিত হতে যাচ্ছে সরকারি অনুদানের দুটি চলচ্চিত্র—‘দায়মুক্তি’ ও ‘বলী’। সাত বছর অপেক্ষার পর মুক্তি পাচ্ছে ‘দায়মুক্তি’, আর আন্তর্জাতিক উৎসব মাতিয়ে ও কানাডায় মুক্তির পর এবার দেশের হলে আসছে ‘বলী’।  

বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দায়মুক্তি’, যা পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুম্মি রহমান। আরও রয়েছেন আবুল হায়াত, দিলারা জামান, সুচরিতা, সুব্রত ও সামিয়া নাহি।  

পরিচালক বদিউল আলম খোকন বলেন, 'সন্তান হিসেবে মা-বাবার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সেই বার্তাই সিনেমাটিতে তুলে ধরা হয়েছে। আশা করি, এটি দর্শকদের হৃদয়ে নাড়া দেবে।'  

২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি সাত বছর পর মুক্তির আলো দেখছে। সিনেমাটির সহপ্রযোজক জসিম উদ্দিন।  

অন্যদিকে, চট্টগ্রামের বিখ্যাত জব্বারের বলী খেলা নিয়ে নির্মিত হয়েছে ‘বলী (দ্য রেসলার)’। এটি পরিচালনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটির প্রযোজক পিপলু আর খান, আর সহপ্রযোজক সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন।  

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। তিনি এক সাগরপাড়ের খ্যাপাটে জেলে, যে ঐতিহ্যবাহী বলী খেলায় অংশ নেয়। এছাড়া অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমামসহ আরও অনেকে।  

বলী ইতোমধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। ২০২৩ সালে এটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিউ কারেন্টস বিভাগে সেরা পুরস্কার জেতে। এরপর ২০২৪ সালে কানাডায় মুক্তি পায় সিনেমাটি। এবার দেশের দর্শক দেখার সুযোগ পাচ্ছেন। 

ইত্তেফাক/টিএইচ
 
unib