শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

জামালপুরে সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বাড়িতে ভাঙচুর

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২১

জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ জনতা ডা. মুরাদ হাসানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় ভাঙচুর করা হয় বাড়িতে থাকা একটি প্রাইভেট কার। ভাঙচুরের পর সেখনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে।

মুরাদ হাসান ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচন হলে তাকে প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয় সরকার।

প্রতিমন্ত্রী হওয়ার পর সংবিধান থেকে বিসমিল্লাহ অপসারণ, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি।

চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে একটি ফোনালাপ ফাঁসের পর তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। সর্বশেষ ২০২৪ সালের সংসদ নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পাননি। তবুও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন অংশগ্রহণ করে পরাজিত হন তিনি।

ইত্তেফাক/এপি
 
unib