শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক কমিটি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০

গাজীপুরে ডিসি অফিস চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক কমিটি। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গাজীপুর জেলা ও মহানগর জাতীয় নাগরিক কমিটি।

ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংগঠনটি জানিয়েছে, ‌‘গাজীপুরে শিক্ষার্থীদের ওপর খুনি আ ক ম মোজাম্মেল ও জাহাঙ্গীর এবং আওয়ামী দোসরদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অবিলম্বে বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ।’

একই দিন বেলা ১১টার দিকে সদর উপজেলার রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, ‌‘গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতিবাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারা দেশের আপামর ছাত্র–জনতা ও কেন্দ্রীয় নেতারা।’

ইত্তেফাক/কেএইচ
 
unib