শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

অন্যরকম লুকে বিয়ের পিঁড়িতে বসে প্রশংসায় ইনফ্লুয়েন্সার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৮

ইনস্টাগ্রামে ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান মেকআপ আর্টিস্ট নীহার সচদেভা। তার রয়েছে অসংখ্য অনুসারী সংখ্যা। তার দেখানো ফ্যাশন সেন্সের ওপর ভক্ত নেটিজেনরা। চুল ছাড়াও ফুটে উঠতে পারে নারীর সৌন্দর্য, তা দেখিয়ে দিলেন নীহার। বলা হয়, নারীদের সবচেয়ে সমৃদ্ধশালী অলংকার চুল। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ রীতিমতো পাল্টে দিলো সৌন্দর্যের সংজ্ঞা!
 
এবার নিজের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন নীহার। আদতে, ছবিগুলো তার বিয়ের। আর সাধারণের মতো নজরকাড়া পোশাক-গহনা পরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। আর তা দেখেই নীহারের সৌন্দর্যের প্রশংসা করেন তার অনুরাগীরা।

বরের সঙ্গে ফ্যাশন ইনফ্লুয়েন্সার নীহার সচদেভা। ছবি: ইনস্টাগ্রাম

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নীহার পরনে ছিল ভারী কাজের লেহেঙ্গা। শরীর জুড়ে কুন্দনের গহনা, মাথার ওপর থেকে বুক পর্যন্ত ভেল ঝুলছে- এমনই সাজে বিয়ের মণ্ডপে প্রবেশ করেন নীহার। সেখান থেকে চোখ আটকে যায় তার টিকলিতে। চুল ছাড়া কোনো মাথায় টিকলিটি যেন আলাদা সৌন্দর্য এনে দিয়েছে! খুব উচ্ছ্বাসের সঙ্গে বরকে নিয়ে বিয়ের আনন্দে মেতে ওঠেন নীহার।

বরের সঙ্গে ফ্যাশন ইনফ্লুয়েন্সার নীহার সচদেভা। ছবি: ইনস্টাগ্রাম

আর সেই মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই নীহারের রূপে মুগ্ধ নেটিজেনরা; সঙ্গে তার এমন সাহসীকতার তারিফের পাশাপাশি সম্মানও জানান তারা।

অন্যরকম লুকে বিয়ের পিঁড়িতে বসে প্রশংসায় ফ্যাশন ইনফ্লুয়েন্সার নীহার সচদেভা। ছবি: ইনস্টাগ্রাম

মূলত অ্যালোপেশিয়া রোগে আক্রান্ত নীহার। জন্মের মাত্র ছয়মাস বয়সে বিরল এই অসুখ ধরা পড়ে তার। তাই চিকিৎসা হাতে নিলেও আলোর মুখ দেখেনি। প্রথমে তার মাথার এক অংশ থেকে চুল পড়া শুরু হয়। ধীরে ধীরে পুরো মাথায় ছেয়ে যায়।

অন্যরকম লুকে বিয়ের পিঁড়িতে বসে প্রশংসায় ফ্যাশন ইনফ্লুয়েন্সার নীহার সচদেভা। ছবি: ইনস্টাগ্রাম

এরপরও এসব কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি নীহারের। ফ্যাশন ইনফ্লুয়েন্সিং চালিয়েছেন নিজের গতিতেই। সাহস করে সেই মাথাতেই পরলেন টিকলি, বসলেন বিয়ের পিঁড়িতে। এবার জীবনের নতুন অধ্যায়ের পদাপর্ণে শুভকামনা জানাতে ব্যস্ত নীহারের অনুরাগীরা।

ইত্তেফাক/এসএ
 
unib