শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ভালোবাসা দিবসের নাটকে মাহি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৮

ভালোবাসা দিবসের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। ‘প্রশ্ন করো না’ শিরোনামের নাটক রয়েছে মুক্তির অপেক্ষায়। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। 

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সাইদুর ইমন। এতে মাহি-আরশ ছাড়াও আরো অভিনয় করেছেন পুষ্প পাপড়ী, শিল্পী সরকার অপু, শওকত শোভন প্রমুখ। পরিকল্পনা মাফিক গুছিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক করা হয়েছে। নাটক সংশ্লিষ্ট সবাই নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত
 
নাটকটি প্রসঙ্গে মাহি বলেন, ‌‘টিমের সবাই খুব দায়িত্বশীল হয়ে কাজ করেছেন। ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার গল্পে চমৎকার একটি নাটক নির্মাণ হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
 
কাজের ক্ষেত্রে খুব বাছবিচার করে কাজ করতে পছন্দ করেন মাহি। টিভি নাটক, ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকনন্দিত হয়েছেন তিনি। ‘ওভার ট্রাম্প’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। 

সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘র‍্যাম্প দিয়ে আমার ক্যারিয়ার যাত্রা শুরু। আমার কাছে মাধ্যম কোনো বিষয় নয়। ওটিটিতে ভালো কাজ হলে করব, টিভিতেও করবো, চলচ্চিত্রেও করবো। ভালো গল্পে ভালো চরিত্রে কাজ করে ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে চাই।’ 

মাহির উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, ‘গার্লস স্কোয়াড’, ‘রাখাল বালিকা’, ‘প্রেমের পাগলামি’, ‘সুতোয় বুনেছি ফুল’, ‘রিকভারি ম্যান’, ‘লাভস্টেশন’, ‘হাঙর’, ‘এমন যদি হতো’, ‘একদিন চাকুরী হবে’, ‘ইমোশনাল ম্যান’, ‘সকাল বিকাল রাত্রি’, ‘লুঙ্গিবাজ’ ইত্যাদি।

সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত  

২০১৪ সালের আরটিভির ‘মডেল সার্চ’-এ নাম লিখিয়ে প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসেন মাহি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের অনেকেই ঝরে পড়েন। কিন্তু মাহি এগিয়ে যাচ্ছেন আপন গতিতে।

ইত্তেফাক/এসএ
 
unib