পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের বক্তব্যকে ‘রাষ্ট্রের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র’ হিসেবে দেখছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
শনিবার সংগঠনটি সাবেক পুলিশ প্রধানের বক্তব্যের ‘তীব্র প্রতিবাদ’ করে বলেছে, আগের ‘ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ’ এ পলাতক কর্মকর্তার বক্তব্য পুলিশ বাহিনীতে কর্মরত সব সদস্যকে অত্যন্ত ‘ক্ষুব্ধ করেছে’।
আগের দিন শুক্রবার বেনজীরের বক্তব্যের প্রতিবাদ করে বিবৃতি দেয় ‘পুলিশ অ্যাসোসিয়েশন’।
পরদিন একই ঘটনায় প্রতিবাদ জানাল সহকারী পুলিশ সুপার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংগঠন ‘পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন’।
সংগঠনটির অভিযোগ, “সীমাহীন দুর্নীতির দায়ে অভিযুক্ত, বিতর্কিত ও বিদেশে পলাতক সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের গোচরীভূত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পুলিশ বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, মামলা তদন্ত ও অন্যান্য অপারেশনাল কাজে বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে অহর্নিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
বেনজীরকে ‘দুর্নীতিগ্রস্ত’ কর্মকর্তা হিসেবে তুলে ধরে তার বক্তব্যকে ’ঔদ্ধত্যপূর্ণ ও অবাস্তব’ বলে তুলে ধরে সার্ভিস অ্যাসোসিয়েশেন।
বিবৃতিতে বলা হয়, তার বক্তব্য পুলিশ সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারেনি।
একইসঙ্গে পতিত ‘ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ’ কারো সঙ্গে যোগাযোগ রক্ষা করাকে পুলিশ বাহিনীর সব সদস্য ‘অত্যন্ত ঘৃণাভরে’ প্রত্যাখ্যান করে বলেও বিবৃতিতে তুলে ধরা হয়।