শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সিটি-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, রণক্ষেত্র সায়েন্সল্যাব

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৬

সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি।

রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ সংঘর্ষ শুরু হয়।

সায়েন্সল্যাব মোড়ে দেখায় যায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং তার একটু পরই শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ।

এদিকে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা।

ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয়পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত হতে দেখা গেছে।

ধানমন্ডি থানার কর্তব্যরত অফিসার সাব্বির হায়দার সাংবাদিকদের বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

ইত্তেফাক/এমএএস
 
unib