অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন ফারিন খান। সেই ভাবনা থেকে একের পর এক নতুন গল্প ও চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে পর্দায় তুলে ধরছেন তিনি।
আসছে ফারিনের নতুন নাটক ‘প্রথম প্রেমের গল্প’। নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্রাহাম তামিম। ফারিনের বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ। এতে আরো রয়েছেন- শিল্পী সরকার অপু, মিলি বাশার, সাফিজ মামুন, ফাতেমা নাইস প্রমুখ। ভালোবাসা দিবস উপলক্ষ্যে নাটকটি এলিভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
নাটকটি প্রসঙ্গে ফারিন খান বলেন, ‘ভালোবাসার গল্পে যে অনেক বাঁকবদল থাকতে পারে, তা এই নাটকের মধ্য দিয়ে নির্মাতা তুলে ধরার চেষ্টা করেছেন। নাটকের চরিত্রগুলোতেও পাওয়া যাবে চেনা মানুষের ছায়া। সে কারণে দর্শক নাটকের কাহিনির সঙ্গে সহজেই মিশে যেতে পারবেন। একই সঙ্গে চরিত্রগুলোর নানা ঘটনার মধ্য দিয়ে যাপিত জীবনের অনেক মিল খুঁজে নিতে পারবেন। জীবনঘনিষ্ঠ গল্প বলেই চেষ্টা করেছি চরিত্রের সঙ্গে মিশে গিয়ে পরিচালকের নির্দেশ মতো অভিনয় করে যাওয়ার। আশা করছি, প্রথম প্রেমের গল্প আমার অভিনয়ের ক্যারিয়ারে আলোচিত একটি কাজ হয়ে থাকবে।’
সমসাময়িক তারকাদের মতো অভিনয়ে অধিক পারদর্শী না হলেও ভালো কাজের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন ফারিন। প্রতিনিয়ত কিছু না কিছু শেখার চেষ্টা করেন তিনি। বর্তমানে একসঙ্গে বেশকিছু কাজ করছেন তিনি। ‘আজান’ নামে একটি নাটকের কাজ প্রায় শেষ পর্যায়ে। আরো কিছু কাজ হাতে রয়েছে তার। তিনি চান তার ক্যারিয়ারে ভালো ভালো কিছু কাজ থাকুক। অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করতে চান এই অভিনেত্রী।