শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বন্ধু মোদিকে স্বাগত জানিয়ে নৈশভোজের আয়োজন ম্যাক্রোঁর 

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৪

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সামিটে যোগ দিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) ফ্রান্সে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাক্রোঁ মোদিকে বন্ধু উল্লেখ করে স্বাগত জানিয়েছেন। সেইসঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাক্রোঁ মোদিকে নৈশভোজের আয়োজনে নিয়ে যাচ্ছেন। এবং এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এগিয়ে আসেন। তিনি নরেন্দ্র মোদির সঙ্গে করমর্দন করেন এবং এসময় সবাইকে হাস্যোজ্বল অবস্থায় দেখা যায়। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোদি সেখানে বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে দেখা করেছেন। এর মধ্যে ছিলেন জেডি ভান্স। গত মাসে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভান্স। এরপরেই মোদির সঙ্গে তার এটি প্রথম সাক্ষাৎ।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এক্সে তিন নেতার সাক্ষাতের ছবি শেয়ার করা হয়েছে। এনডিটিভি বলছে, প্যারিসে পৌঁছানোর পর ভারতীয় প্রবাসীরাও মোদিকে স্বাগত জানিয়েছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতীয় কমিউনিটিকে উদ্দেশ করে মোদি হাত নাড়ছেন এবং অনেকের সঙ্গে করমর্দন করছেন। 

ইত্তেফাক/এসআর
 
unib