বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

এবার জিম্বাবুয়ের ঘরের মাটিতে গিয়ে টেস্ট জিতলেন আইরিশরা 

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৮

গেল বছর ঘরের মাটিতে সাদা পোশাকে নিজেদের ইতিহাসের দ্বিতীয় টেস্ট জিতেছিল আইরিশ জিম্বাবুয়ের বিপক্ষে। এবার একই দলের বিপক্ষে তাদের দেশে গিয়ে নিজেদের তৃতীয় টেস্টের জয়ও তুলে নিয়েছে আয়ারল্যান্ড। তাতে টানা তিন টেস্ট ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখল তারা।

জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে স্বাগতিকদের বিপক্ষে ৬৩ রানের জয় পেয়েছে আয়ারল্যান্ড। ২৯২ রানের লক্ষ্য তাড়ার কঠিন চ্যালেঞ্জ ২২৮ রান পর্যন্ত যেতে পারে জিম্বাবুয়ে। জয়ের জন্য শেষ দিন স্বাগতিকদের প্রয়োজন ছিল ১০৯ রান, তবে উইকেট হাতে ছিল মাত্র তিনটি। যা প্রথম সেশনেই হারিয়ে ফেলেছেন তারা।

এর আগে এই টেস্টের প্রথম ইনিংসে ২৬০ রান করেছিল আয়ারল্যান্ড, পরে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে করেছিল ২৬৭ রান। পরে সাত রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সফরকারীরা সংগ্রহ করে ২৯৮ রান।

শেষ ইনিংসে একাই জিম্বাবুয়ের ছয় উইকেট তুলে নিয়ে নায়ক বনে যান ম্যাথু হামফ্রেজ। যা রেকর্ডও বটে। কারণ তিনি এই উইকেটগুলো তুলে নেন মাত্র ৫৭ রান দিয়েই। টেস্টে আইরিশ কোনো বোলারের যা সেরা বোলিং। ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে ছয় উইকেট পেয়েছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইনও, তবে তিনি রান খরচ করেছিলেন ১১৮। যদিও হামফ্রেজ ম্যাচ সেরা হননি। ব্যাটে বলে পুরো ম্যাচে অলরাউন্ডার ভূমিকা রেখে ম্যাচসেরা হয়েছেন ম্যাকব্রাইনই।

এদিকে ২০১৭ সালে আইসিসির টেস্ট মর্যাদা পাওয়ার পর অভিজাত এই সংস্করণে হারের বৃত্তেই আটকা ছিল আয়ারল্যান্ড। নিজেদের খেলা প্রথম সাত টেস্টেই হেরেছিল। তবে গেল বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে পায় প্রথম জয়। পরে জুলাইয়ে ঘরের মাঠে হারায় জিম্বাবুয়েকেও। এবার এই জয় সব মিলিয়ে সাদা পোশাকে টানা তিন জয় হয়ে গিয়েছে তাদের। 

ইত্তেফাক/এএম
 
unib