কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানী সীমান্তের ভারতের বসানো সিসি ক্যামেরা খুলে নেওয়ার সম্মত হয়েছে বিএসএফ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান ও ১৬২ বিএসএফ ব্যাটালিয়ান কমান্ডার শ্রী অনিল কুমারের মধ্যে পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
গত ১০ ফেব্রুয়ারি দিয়াডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের ঝাকুয়াটারী এলাকায় সীমান্ত পিলার ৯৭৮/৯ এসের কাছে ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা একটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে।
বিষয়টি বিজিবির নজরে এলে মঙ্গলবার সকাল ১১ টায় ঝাকুয়াটারী জোড়া মসজিদের পাশে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের ব্যাটালিয়ান কমান্ডার শ্রী অনিল কুমার জানান, শূন্য রেখায় নির্মিত জোড়া মসজিদ এলাকার নিরাপত্তার বিষয় বিবেচনা করে ক্যামেরাটি স্থাপন করা হয়েছে।
এ সময় কুড়িগ্রাম বিজিবির ব্যাটালিয়ান কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান সিসি ক্যামেরা স্থাপনের তীব্র প্রতিবাদ এবং তা খুলে নেওয়ার আহ্বান জানান। বিজিবির প্রতিবাদের মুখে বিএসএফের পক্ষ থেকে ক্যামেরাটি খুলে নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
এছাড়া পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় জিরো লাইনে নির্মিত টিনের স্থাপনা এবং সীমান্তে ১৫০ গজের মধ্যে পাকা স্থাপনা তৈরি না করার সিদ্ধান্ত হয়। কুড়িগ্রাম বিজিবি অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।