‘বিচারকের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ও অসন্তোষ’ থেকে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল অনির্দিষ্টকাল বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলম।
ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের নিয়ে ‘কটূক্তি ও অশালীন আচরণের’ অভিযোগ করে তিনি বলেন, ‘বহু আইনজীবীর সঙ্গে এমন দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা আইনজীবী সমিতিতে জরুরি সভা হয়। সেখানে সবার মতামতের ভিত্তিতে আগামীকাল (বুধবার) থেকে অনির্দিষ্টকাল ট্রাইব্যুনাল বর্জনের সিদ্ধান্ত হয়।’
ট্রাইব্যুনালের কয়েকজন কর্মচারী বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আদালতে আসেন বিচারক। সকাল সাড়ে ১০টার দিকে এক আইনজীবী এসে আদালতে বসতে বারণ করেন। এরপর সেই বিচারক আর এজলাসে ওঠেননি।
সাইবার ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. মিরাজ উদ্দিন শিকদার রোববার বলেন, গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এক আসামির ‘জামিন নামঞ্জুর করায়’ আসামিপক্ষের আইনজীবীরা ‘বিচারকের উদ্দেশে ক্ষোভ ঝাড়েন’। তখন বিচারক এজলাস ত্যাগ করে খাস কামরায় চলে যান। এরপর রোববারও আইনজীবীরা বিক্ষোভ করায় বিচারক এজলাসে ওঠেননি বলে জানান তিনি।
পরদিন সোমবার আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, এজলাসে ওঠেন বিচারক। কয়েকজন আইনজীবী নিয়মিত মামলার শুনানিও করেন। একপর্যায়ে কয়েকজন আইনজীবী ফের গিয়ে বাধা দিলে এজলাস ছাড়েন বিচারক।