শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

তামাক ক্ষেতের বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির মৃত্যু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২০

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ের পাদদেশে তামাকক্ষেতের কিনারা থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা মেহরাজ উদ্দিন। 

বন বিভাগ সূত্র জানায়, ফাঁসিয়াখালীর ঘুনিয়া পাহাড়ের পাদদেশের একটি তামাকখেতের কিনারায় ভোরে মৃত হাতি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা বন বিভাগকে খবর দেয়। সংবাদ পেয়ে বন সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যান। সেখানে উৎসুক জনতা ভিড় জমায়। 

স্থানীয়রা জানান, চকরিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে তামাকক্ষেত রয়েছে। পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে তামাকখেত রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছেন কৃষকেরা। এ ধরনের ফাঁদে পড়ে সুস্থ-সবল হাতিটির মৃত্যু হয়েছে।

তবে বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, জানুয়ারি পুরো মাস ফাঁসিয়াখালীর বিভিন্ন এলাকায় স্থানীয় কৃষকদের নিয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বৈদ্যুতিক ফাঁদে হাতি হত্যার বিরুদ্ধে সচেতনতামূলক সভাও করা হয়। আমার (মেহরাজ উদ্দিন) নেতৃত্বে ঘুনিয়া এলাকার কয়েকটি তামাকক্ষেত থেকে বৈদ্যুতিক ফাঁদ অপসারণও করা হয়েছিল। একই এলাকায় হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। 

তিনি আরও বলেন, বৈদ্যুতিক ফাঁদে হাতিটির মৃত্যু হয়েছে বলে অনেকে ধারণা করছেন। তবে ময়নাতদন্ত ছাড়া এ বিষয়ে বলা সম্ভব নয়। তাই মৃত হাতিটির ময়নাতদন্তের জন্য চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে, ৪০-৪২ বছর বয়সী মৃত পুরুষ হাতিটির শরীরে বাহ্যিক-ভাবে কোনো অসুস্থতা চোখে পড়েনি।

ইত্তেফাক/এএইচপি
 
unib