বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বাসন মাজেন রাজকুমার রাও, রান্নার দায়িত্ব স্ত্রীর

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২১

আর মাত্র দুই দিন পরেই ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসায় বুঁদ হয়ে থাকবেন সবাই। শোবিজ অঙ্গনেও ভালোবাসার রঙ ফুটে উঠবে। তবে ভালোবাসা মানে শুধুই প্রেম-সংসার নয়, ভালোবাসা মানে দায়িত্ব। যে দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও এবং তার স্ত্রী পত্রলেখা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে রাজকুমারের স্ত্রী পত্রলেখা জানিয়েছেন, তাদের ভালবাসার অনেক গভীর। তার কারণ পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং সম্মান। 

পত্রলেখার কথায়, ‘আমাদের সম্পর্কের শুরু থেকেই একটাই নীতি। কোনো কিছুতেই ভেদাভেদ নয়। ছোট বা বড়, জীবনের সমস্ত বিষয় একসঙ্গে ভাগ করে নিই। শুধু মানসিক সমীকরণ নয়, প্রতিদিনের কাজেও তার প্রতিফলন দেখি। রান্না, জামাকাপড় কাচা, বাসন মাজা- সবই আমরা ভাগাভাগি করে করি।’

Rajkummar Rao's wife Patralekhaa reacts to her pregnancy rumours

রাজকুমারের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘ওর গুছিয়ে কাজ করার অভ্যেস রয়েছে। আর সেটাই আমাকে মুগ্ধ করে। বাড়ির ছোটখাটো জিনিস কোথায় রাখা আছে, সব ওর নখদর্পণে। আমি রান্না করতে ভালবাসি, আর রাজকুমার খুশি মনে বাসন মাজতে সাহায্য করে। এই ছোট ছোট কাজের মধ্য দিয়েই আমাদের সম্পর্ক আরও গভীর হয়। আমি এটাই মনে করি।’
 
রাজকুমার বলেন, ‘দুজন মানুষের মধ্যে সম্পর্কের মানে এই না যে, তারা একসঙ্গে শুধু বড় কোনো সিদ্ধান্তেই সামিল হবে। ছোট ছোট যে কোনও কাজে একসঙ্গে ভাগ বসাতে হবে। পত্রলেখা যখন রান্না করে, আমি বাসন মাজতে সাহায্য করি। তাছাড়া আমি বাসন মাজতে ভালবাসি। ও যখন বাইরে থাকে, তখন ঘরের নানা কাজ আমি করি। এতে আমি দারুণ আনন্দ পাই। এগুলো দিয়েই আমি একে অপরের পাশে থাকার চেষ্টা করি।’
 
দীর্ঘ ১১ বছর প্রেমের পর ২০২১ সালের ১৫ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজকুমার ও পত্রলেখা। একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে এই দম্পতির। ‘সিটিলাইটস’ সিনেমা ও ওয়েব সিরিজ ‘বোস: ডেড/অ্যালাইভ’-এ জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তারা।

ইত্তেফাক/এনএন
 
unib