শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ট্রাম্পের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াবে না ব্রাজিল

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১২

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে ব্রাজিল। ডোনাল্ড ট্রাম্প ইস্পাতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পর ব্রাজিলের প্রাতিষ্ঠানিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহা মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ কথা বলেন।

কানাডার পর ব্রাজিল যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম ইস্পাত রপ্তানিকারক দেশ। দেশটি ২০২৪ সালে ৪.০৮ মিলিয়ন টন ধাতু রপ্তানি করেছে।

মন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহা সাংবাদিকদের বলেন, সরকার এ বিষয়ে মোটেও আলোচনা করেনি। তবে বাণিজ্যিক অচলাবস্থার বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্য যুদ্ধে জড়াবে না ব্রাজিল এবং উৎসাহিতও করবে না।

তবে সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছিলেন, ট্রাম্প যদি ব্রাজিলের পণ্যের ওপর শুল্ক আরোপ করেন, তাহলে প্রতিশোধমূলক পাল্লাটা ব্যবস্থা নেবে ব্রাজিল।

ব্রাজিলের অর্থমন্ত্রী ফার্নান্দো হাদ্দাদ বলেন, ট্রাম্পের আরোপিত একতরফা শুল্ক বিশ্ব অর্থনীতির উন্নতির জন্য বিপরীতমুখী। এই নতুন শুল্ক কেবল ব্রাজিলকেই লক্ষ্য করে না, বরং পুরো বিশ্বকে লক্ষ্য করে।

ইত্তেফাক/এসকে
 
unib