শেরপুরের সদর উপজেলায় ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ হারিয়েছেন দুইজন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পূর্ব ছাত্তারকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, ছাত্তারকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে কৃষক মো. আকরাম হোসেন (৪৫) ও নাওভাঙ্গা গ্রামের সমেজ উদ্দিনের ছেলে কৃষি শ্রমিক হানিফ উদ্দিন (৫৩)।
বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়্যারমান আব্দুল্লাহ আল মাহমুদ খুররম বলেন, কৃষক আকরাম হোসেন সকাল ৯টার দিকে কৃষি শ্রমিক আব্দুল হানিফকে সঙ্গে নিয়ে ধানক্ষেতে পানি দিতে যান। সেখানে সেচপাম্পের তার ছিঁড়ে আগে থেকেই পাম্প বিদ্যুতায়িত হয়ে ছিল। সেচপাম্পের সুইচ দিতেই আকরাম বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন হানিফও। পরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, জমিতে সেচের কাজ করতে গিয়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।