বরিশালের বাবুগঞ্জ থেকে পাঁচটি দেশি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খানপুরাস্থ রহমতপুর ইউনিয়ন পরিষদের পিছনের খান বাড়ির পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ওই পুকুরে পাশে একটি বাজারের ব্যাগে ৫টি পাইপগান পড়ে থাকতে দেখে শিশুরা। পরে খেলার জন্য সেগুলো কুঁড়িয়ে নেয় তারা। এসময় বিষয়টি স্থানীয় এক নারীর নজরে আসলে তিনি পুলিশে খবর দেন। সবশেষ পুলিশ গিয়ে পুকুরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই পাঁচটি পাইপগান উদ্ধার করে।
এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, পুকুরের পাশে পরিত্যক্ত অবস্থায় পাইপ গান দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ফোর্স গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।