পশ্চিমবসের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। 'আমি বাংলায় গান গাই' গানের এই জনপ্রিয় শিল্পী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল মুখোপাধ্যায়। এরপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এর সঙ্গে তিনি আক্রান্ত হন নিউমোনিয়ায়। বর্তমানে আইসিইউতে রয়েছেন।
বাংলাদেশে প্রতুল মুখোপাধ্যায় প্রথম এসেছিলেন ১৯৪২ সালে, বাবার সঙ্গে এরপর আসেন ২০১০ সালে ২৬ মার্চ। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, 'এ দেশের ভূমি এখানকার মানুষ আমার কাছে খুব আপন লাগে। মনে হয় এটা ভিন্ন কোনো জায়গা না। বাংলাদেশকে আমার নিজের ঘরের মতোই লাগে।'
তার উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে- 'পাথরে পাথরে নাচে আগুন' (১৯৮৮), 'যেতে হবে' (১৯৯৪), 'ওঠো হে (১৯৯৪), কুট্টুস কাট্টুস' (১৯৯৭), 'স্বপ্নের ফেরিওয়ালা' (২০০০), 'তোমাকে দেখেছিলাম' (২০০০), 'স্বপনপুরে' (২০০২), 'অনেক নতুন বন্ধু হোক' (২০০৪), 'হযবরল' (২০০৪), 'দুই কানুর উপাখ্যান' (২০০৫), 'আঁধার নামে’ (২০০৭)। বাংলাদেশে বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রতুল মুখোপধ্যায়ের একটি অ্যালবাম প্রকাশিত হয় ২০১১ সালের মার্চে। অ্যালবামটির নাম 'আমি বাংলায় গান গাই'।