শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

মোটরসাইকেল ধার চাওয়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৬

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ধার চাওয়াকে কেন্দ্র করে মোকলেছুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ জানুয়ারি) ভোরে তাদের নারীসহ তিন জনকে গ্রেপ্তার করে নবাবগঞ্জ থানা পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার কৈলাইল নয়াকান্দা এলাকায় এ হত্যকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিন রাতেই নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।   

গ্রেপ্তার হলেন— নয়াকান্দা গ্রামের জমিলা বেগম (৫০), মোজাম্মেল হোসেন (৬০) ও বিল্লাল হোসেন (৫০)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মোটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে নয়াকান্দা বাজার এলাকায় মোখলেছুর রহমানের সঙ্গে কয়েকজন যুবকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের মোজাম্মেল, জুয়েল, ফয়সাল ও কয়েছ মোকলেছের উপর হামলা করে। এসময় তাকে হাতুড়ি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। উদ্ধারের পর  তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, বিয়ে বাড়ি যাওযার জন্য একটি মোটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের স্ত্রী ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। পুলিশ তাৎক্ষণিক তিন জনকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে পাঠিয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইত্তেফাক/এপি

এ সম্পর্কিত আরও পড়ুন

 
unib