রোববার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ট্রাম্প গাজা পরিকল্পনা নিয়ে কথা বললে হোয়াইট হাউসে যাবেন না সিসি!

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০০

ফিলিস্তিনি ভূখণ্ড গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিরুদ্ধে সোচ্চার আরব বিশ্ব। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র মিশর শুরু থেকেই এ বিষয়ে সতর্ক করে আসছে। ট্রাম্পের পরিকল্পনা মোকাবেলায় আগামী ২৭ ফেব্রুয়ারি আরব দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনের আয়োজনও করবে দেশটি।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সম্প্রতি সতর্ক করেছেন, ফিলিস্তিন ইস্যুতে মিশরের ঐতিহাসিক অবস্থানের সঙ্গে কখনোই আপস করা যাবে না। মিশর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন করে।

এরই মধ্যে আবার খবর এলো, হোয়াইট হাউস সফরের জন্য ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করবেন না মিশরের প্রেসিডেন্ট, যদি আলোচ্যসূচিতে ফিলিস্তিনিদের গাজা থেকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকে।

মিশরের দুটি নিরাপত্তা সূত্রের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সম্প্রতি ট্রাম্প ও সিসির মধ্যে ফোনালাপ হয়েছে। ট্রাম্প হোয়াইট হাউস সফরের জন্য সিসিকে উন্মুক্ত আমন্ত্রণ জানিয়েছেন। সফরের জন্য কোনো তারিখ যদিও এখনো নির্ধারণ করা হয়নি।

সূত্রগুলো জানায়, যদি আলোচ্যসূচিতে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকে, তবে প্রেসিডেন্ট সিসি হোয়াইট হাউসে আলোচনার জন্য ওয়াশিংটন যাবেন না।

এ বিষয়ে মিশরের প্রেসিডেন্সি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে টাইমস অব ইসরায়েলের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ট্রাম্প গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার কথা বলে আসছেন। তিনি গাজার বাসিন্দাদের মিশর বা জর্ডানের মতো স্থানে সরে যাওয়ার আহ্বান জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি আশা করি মিশরের প্রেসিডেন্ট কিছু গাজাবাসীকে তার দেশে নিয়ে যাবেন। আমরা তাদের অনেক সাহায্য করেছি এবং আমি নিশ্চিত যে তিনি আমাদের সাহায্য করবেন। আমি মনে করি জর্ডানের রাজাও এটি করবেন।

এর জবাবে মিশরের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়িত ও বাস্তুচ্যুত করা একটি অবিচার। আমরা এই কাজের অংশ হতে পারি না। ফিলিস্তিন ইস্যুতে মিশরের ঐতিহাসিক অবস্থানের সঙ্গে কখনোই আপস করা যাবে না।

ইত্তেফাক/এসকে
 
unib