সাভারের আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে মঙ্গলবার রাতভর আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— সিরাজগঞ্জ জেলার সদর থানার ছোনগাছা গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে রানা মিয়া (৩২), ঢাকার আশুলিয়া থানার খেজুরবাগান গ্রামের মৃত নূরুল হকের ছেলে ও আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান (৩৮), একই থানার রোস্তমপুর গ্রামের মৃত জগন্নাথ শাহার ছেলে বিজয় গোপাল শাহা (৬৫), কাঠগড়া দূর্গাপুর গ্রামের আ. গনির ছেলে আমিনুল ইসলাম সুমন (৩১) ও জামগড়া মীরবাড়ি দেলোয়ার মীরের বাড়ীর ভাড়াটিয়া মৃত আ. মালেক মোল্লার ছেলে মো. রাজা মোল্লা (৩৫)।
সংবাদ সম্মেলনে শাহীনুর কবির বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির পায়তারা, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী কার্যকলাপের রুখতে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হয়। এসময় আশুলিয়ার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউরসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।