আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যাক্রিডিটেশন না পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম। তার দাবি, বিসিবির দুর্নীতি ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলায় আইসিসির এ গুরুত্বপূর্ণ আসরের অ্যাক্রিডিটেশন পাচ্ছেন না তিনি। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে বিসিবি।
চ্যাম্পিয়ন্স ট্রফি অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুতে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছেন এই ক্রীড়া সাংবাদিক। বিসিবিকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ঠিক এখন থেকে ২৪ ঘণ্টা কাউন্ট করবো। আমি এটা বলতে চাই এরপর কি হবে আপনাদের চিন্তারও বাইরে। বৃহস্পতিবার থেকে আমি আমার খেল শুরু করবো। ওপেন চ্যালেঞ্জ। একটি প্রতিষ্ঠানের সাথে বিসিবি ষড়যন্ত্র করেছে এমন ইঙ্গিত দিয়ে তিনি লিখেন, আপনারা যা যা করেছেন সেসব পাবলিক করার সময় এসেছে। আমার সময় গণনা শুরু।
এছাড়া অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুতে তিনি গণমাধ্যমকে বলেন, ক্রিকেট বোর্ডের যত ধরনের দুর্নীতি-অনিয়ম হয় সবার চেয়ে বেশি প্রশ্ন আমি তুলি। এসব নিয়ে আমি কথা বলি। সবশেষ সংবাদ সম্মেলনে অনেক বৈধ ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছিলাম। যে ব্যাপার পছন্দ হয়নি অনেকের। আমি মনে করি এটার জেরে আমার অ্যাক্রিডিটেশন আটকে দেওয়া হয়েছে।
তবে রিয়াসাদের এমন অভিযোগ সত্য নয় বলে জানিয়েছে বিসিবি। বুধবার দৈনিক ইত্তেফাককে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানান, ওনার (রিয়াসাদ আজিম) অ্যাক্রিডিটেশন না পাওয়ার পেছনে আমাদের কোনো হাত নেই। অ্যাক্রিডিটেশনের জন্য আইসিসির কাছে অনলাইনে আবেদন করতে হয়। এখানে বিসিবির কিছু নেই।
তিনি আরও জানান, উনি আমাদের সঙ্গে যোগাযোগের পর আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ করেছি। আইসিসি ওনার অ্যাপ্লিকেশন খুঁজে পাচ্ছে না, তাই তিনি পাননি। আমরা তাকে আইসিসির সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছি। প্রয়োজনে তাকে সহযোগিতাও করবো।