বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ তাদের মিষ্টি সম্পর্কের জন্য ভক্তদের মাঝে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি এক ভিডিওতে মজা করে স্ত্রী ক্যাটরিনাকে ‘বিচিত্র কিন্তু সৎ প্রাণী’ বলে মন্তব্য করেছেন ভিকি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী,
ভিকির এই মন্তব্যের ভিডিও স্যোশাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে। এমনকি স্ত্রী ক্যাটরিনা নিজেই শেয়ার করেন ভিডিও।
ক্যাপশনে তিনি লিখেছেন, 'দেখুন, আমার স্বামী আমার সম্পর্কে কী বলে।'
ভিডিওতে দেখা যায়, ভিকি হাসতে হাসতে ক্যাটরিনার দিকে বলেন, ‘বিচিত্র তবে সৎ প্রাণী তুমি।’ এই ভিডিও দেখে ভক্তরা বেশ মজা পেয়েছেন। অনেকেই তাদের ‘সবচেয়ে কিউট দম্পতি’ বলে মন্তব্য করেছেন।
এর আগেও ভিকি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ক্যাটরিনা সংসারের খরচ নিয়ে খুবই হিসেবি। সে প্রতি সপ্তাহে বাড়ির পরিচারকদের নিয়ে বৈঠক করেন এবং সব খরচের হিসাব নিকাশ। এছাড়াও কোথায় কত টাকা ব্যয় হবে তার একটি নির্দেশনা দেন।
এ বিষয়ে ভিকি মজা করে বলেছিলেন, “এই মিটিংগুলো এত মজার হয় যে আমি দর্শকের মতো পপকর্ন নিয়ে বসে যাই।”
ভালোবাসা দিবসের আগে ভিকি-ক্যাটরিনার এই রোমান্টিক খুনসুটি ভক্তদের মন ছুঁয়ে গেছে।
বলিউডের বর্তমান প্রজন্মের প্রথমসারির অভিনেতা হয়েও ভিকি কৌশল এখনও সাদামাটা জীবনযাপনে বিশ্বাসী। এক সাক্ষাৎকারে নিজেই সেকথা জানিয়েছেন। স্ত্রী ক্যাটরিনাও হিসেবি। সংসার খরচ ঠিক করার জন্য বাড়ির সব পরিচারকদের একত্রিত করে রীতিমতো বৈঠক করেন তিনি।