বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের জন্মদিন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রদর্শিত হয়েছে শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে বড় পর্দায় শর্টফিল্মটি প্রদর্শন করা হয়। এ সময় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর আয়োজক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। আমরা মনে করি, জুলাই আন্দোলনে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ দুটোর একইসঙ্গে পতন হয়েছে। যা শুরু হয়েছিল আবরার ফাহাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে। যে আন্দোলন শুরু করেছিলেন আবরার ফাহাদ।’
তিনি বলেন, ‘আগামীর গণতান্ত্রিক সংগ্রাম, নতুন বাংলাদেশের স্বপ্ন, আর যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা বলা হচ্ছে, এটা আবরাব ফাহাদেরই আত্মত্যাগ। তার লড়াইকে জারি রাখতে হবে। তার চেতনা আমাদের মধ্যে উপস্থিত থাকতে হবে। সেই লক্ষ্যে আমাদের আজকের এই আয়োজন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, এই শর্টফিল্ম প্রদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়েছে—ফ্যাসিস্ট হাসিনার পালিত বাহিনী ছাত্রলীগ কীভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর জুলুম নির্যাতন করতো তার নমুনা।
উল্লেখ্য, শহীদ আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে তিনি ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর রুমে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা নৃশংসভাবে হত্যার শিকার হয়েছিলেন।