শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

আফজাল-মৌ জুটির ‘কোনো একদিন’ 

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩১

দীর্ঘ বিরতির পর আবারও ‘কোনো একদিন’ নাটকে আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ জুটি হয়ে হাজির হবেন দম্পতির চরিত্রে। ফারিয়া হোসেনের লেখা ঈদের জন্য নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। 

চার বছর আগে ‘দেয়ালের অন্তরালে’ নাটকে অভিনয় করেছিলেন এই জুটি। ওই নাটকে শিক্ষক-ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন তারা। 

নাটকটি প্রসঙ্গে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘নাটকের গল্পটি হৃদয়ছোঁয়া। এতে আফজাল হোসেনের চরিত্রটি ক্যানসারে আক্রান্ত রোগীর। তার বোনম্যারো স্থানান্তর করা প্রয়োজন। যদিও অনেকের সঙ্গে মিলছিল না বোনম্যারো, একসময় তার অফিসে হাজির হয় এক যুবক। এরপর ঘটতে থাকে নানা রোমাঞ্চকর ঘটনা, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।’

নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ ও সহশিল্পী। ছবি: সংগৃহীত

আফজাল হোসেন এবং মৌ আমাদের ইন্ডাস্ট্রির উজ্জ্বল দুই নক্ষত্র। ঈদের বিনোদনের অনেক আয়োজনের ভিড়ে কোনো একদিন নাটকটি সবার প্রশংসা কুড়াবে বলে আশা করছেন নাটকটির পরিচালক চয়নিকা চৌধুরী। 

নাটকটিতে আরও অভিনয় করেছেন- সৌম্য জ্যোতি, তন্নী মাহমুদ তৃণা, আজম খান প্রমুখ।

আফজাল-মৌ জুটির নাটকটি নিয়ে আশাবাদী নাটক সংশ্লিষ্ট সবাই। এটি রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত হয়েছে। আসছে ঈদে এই প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।

ইত্তেফাক/এসএ

এ সম্পর্কিত আরও পড়ুন

 
unib