কান উৎসব ও গোল্ডেন গ্লোব পুরস্কারে বাজিমাত করা ‘এমিলিয়া পেরেজ’-এর অস্কার সম্ভাবনা ছিল প্রবল। পেয়েছে সর্বোচ্চ ১৩টি মনোনয়ন। রেকর্ডসংখ্যক অস্কার মনোনয়ন পাওয়ার পরও, এমিলিয়া পেরেজ দ্রুতই বিতর্কের ঘূর্ণাবর্তে পড়েছে।
সিনেমাটির অভিনেত্রী কার্লা সোফিয়ার পুরোনো টুইটের সূত্র ধরে তা ম্লান হয়েছে। শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বেশ কিছুদিন ধরেই এ নিয়ে হলিউড পাড়ায় চলছে বিতর্ক। কিন্তু এ নিয়ে মোটেও আক্ষেপ করছেন না সিনেমার অন্যতম অভিনেত্রী সেলেনা গোমেজ।
এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলেনা বলেন, ‘কিছু জাদু উধাও হয়ে গেছে। তবে সিনেমাটি করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। আমি কোনো আক্ষেপ নিয়ে জীবনধারণ করি না। আমি আশাবাদী একজন শিল্পী। আমার শিল্পকর্ম নিয়ে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি।’
বিভিন্ন সময়ে মুসলিম, জর্জ ফ্লয়েড এমনকি অস্কার নিয়েও নেতিবাচক টুইট করেছিলেন কার্লা সোফিয়া। সেসব মন্তব্যই সামনে এসেছে পুনরায়। সেলেনাকেও কটাক্ষ করে ‘ধনী ইঁদুর’ বলেছিলেন এ অভিনেত্রী। তবে সেসব নিয়ে মনে কষ্ট রাখতে চান না সেলেনা।
নিজের অভিনয়ের ক্যারিয়ার ও সহশিল্পীর কটু মন্তব্য প্রসঙ্গে সেলেনা বলেন, ‘আমার কাছে কাজ হচ্ছে প্রার্থনার মতো। সহশিল্পীর সমালোচনা আমাকে আমার কাজ থেকে আলাদা করতে পারে না। শুটিং সেটে খুব সুন্দর সময় কেটেছিল তার সঙ্গে। নির্মাতা জ্যাক অদিয়াকে ধন্যবাদ। তিনি আমার ওপর বিশ্বাস রেখেছেন, এ জন্য আমি কৃতজ্ঞ। আমি যে অভিনয়ে আরো অনেক কিছু করতে পারি, সেটা দেখানোর একটা সুযোগ পেলাম। আশা করছি, অভিনয়ে নিজেকে মেলে ধরার সূচনা হলো আমার।’