রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

মামলাবাজ সিন্ডিকেটের সেই প্রতারক গ্রেপ্তার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৪

অবশেষে মামলাবাজ সিন্ডিকেটের সেই প্রতারক খান মো. আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

ক্যান্টনমেন্ট থানার ওসি বলেন, গ্রেপ্তার আক্তারুজ্জামান আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি। তিনি মাটিকাটা এলাকায় অনলাইন প্রপার্টিজ নামে একটি ডেভেলপার কোম্পানির মালিক। তবে তার বিরুদ্ধে ওই এলাকায় জমি দখলের অভিযোগ রয়েছে। এছাড়া অনেকেই অভিযোগ করেছেন যে বিভিন্ন মামলায় সাধারণ মানুষকে আসামি হিসাবে নাম ঢুকিয়ে দিয়ে চাঁদাবাজি করতেন। 

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকে ‘বিএনপি সন্ত্রাসী হিসেবে ১৪ মামলা, ছাত্র হত্যাও তিনি ছয় মামলার আসামী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর মামলাবাজ সিন্ডিকেটের সদস্য ও আওয়ামী লীগের পলাতক নেতা হিসেবে তাকে র‌্যাব গ্রেপ্তার করে।

ইত্তেফাক/এনএন
 
unib