শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তার শঙ্কা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৮

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান, তবে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে উদ্বেগ বাড়ছে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা দেখা দেওয়ায় সেই শঙ্কা আরও গভীর হয়েছে।  

উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে প্রবেশ করেন অসংখ্য সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দর্শকরা স্টেডিয়ামের দেয়াল টপকে ঢুকে পড়ছেন, প্রবেশপথ ভেঙে ফেলছেন এবং মাঠের ভেতরে প্রবেশ করছেন। মূলত, আয়োজকদের পক্ষ থেকে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়ায় দর্শকের ঢল নামে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমনকি একজন দর্শক সরাসরি মাঠে চলে আসেন, যা নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ত্রুটি প্রকাশ করে। আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে এমন ঘটনা আয়োজকদের জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে।  


 
উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তা লঙ্ঘনের আরেকটি নজির দেখা যায়, যখন মুজামিল কুরেশি নামে এক ব্যক্তি ভুয়া আইসিসি ও পিসিবি পরিচয়পত্র ব্যবহার করে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তিনি মাঠে ঢোকার চেষ্টা করেন, এমনকি ক্যামেরাম্যান সেজেও নিরাপত্তা ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।  
 
চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক টুর্নামেন্টে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে করাচির উদ্বোধনী অনুষ্ঠানের বিশৃঙ্খলা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিরাপত্তা পরিকল্পনার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। এর আগে পিসিবি আশ্বস্ত করেছিল যে, টুর্নামেন্ট চলাকালীন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো সেই দাবির সঙ্গে বাস্তব পরিস্থিতির ব্যাপক পার্থক্য তুলে ধরছে।

ইত্তেফাক/টিএইচ
 
unib