টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু করার ব্যাপারে ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভিডিও কলের মাধ্যমে লম্বা সময় ধরে এ বিষয়ে আলোচনা করেন তারা।
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী জানান, তার ‘বন্ধু’ রিচার্ড গ্রিফিথস এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে দিয়েছেন, যিনি স্পেসএক্সের একজন কনসালটেন্ট।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে রিচার্ড গ্রিফিথসকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান মুশফিকুল ফজল আনসারী।
পোস্টে তিনি লিখেন, আমার ভালো বন্ধু রিচার্ড গ্রিফিথসকে অনেক ধন্যবাদ প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে একটি চমৎকার কথোপকথনের আয়োজন করে দেওয়ার জন্য। স্পেসএক্স ও স্টারলিঙ্ক প্রযুক্তির সঙ্গে বাংলাদেশের সংযোগের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করছে, এটি উদ্ভাবন, শিক্ষা এবং প্রবৃদ্ধির সুযোগগুলো উন্মোচন করে। প্রাথমিক পর্যায়ে এর অংশ হতে পেরে উৎফুল্ল।
পোস্টটিতে লাইক দিয়ে রিচার্ড গ্রিফিথসকে সমর্থন করতে দেখা যায়।
Huge thanks to my good friend @RHGriffiths for organizing an amazing conversation between @ChiefAdviserGoB and @elonmusk ! Connecting @SpaceX and #Starlink with Bangladesh marks the start of a new era in tech and connectivity, unlocking opportunities in innovation, education, and…
— Amb. Mushfiqul Fazal (Ansarey) (@MushfiqulFazal) February 14, 2025