রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সালমান মুক্তাদিরকে সাবেক ছাত্রলীগ নেতার হুমকি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের ডাকে সব সময়ই শিক্ষার্থীদের পাশে ছিলেন দেশের জনপ্রিয় ইউটিউবার ও আলোচিত তরুণ সালমান মুক্তাদির। 

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তিনি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েই ক্ষ্যান্ত হননি, নেমেছেন রাজপথের আন্দোলনেও। শিক্ষার্থীদের সরাসরি নানাভাবে সহযোগিতা করেছেন। এ নিয়ে ওই সময় স্বৈরাচার সরকারের রোষাণলেও পড়েন তিনি।

এবার সালমান মুক্তাদিরকে সরাসরি হুমকি দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান মুক্তাদিরের একটি ছবি পোস্ট করে সিদ্দিকী নাজমুল আলম লিখেছেন, ‘তুই যত বড় হ‍্যাডমওয়ালার পূত্রই হওনা কেন, অথবা যত শক্তিশালী বাপের জামাই হওনা কেন তোর বিচার রাজপথেই হবে। জাস্ট চিল নাউ বাট নট ফর লং।’

ইত্তেফাক/এমএএস

এ সম্পর্কিত আরও পড়ুন

 
unib